Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
তারিখঃ ২৩/০১/২৪ খ্রিঃ, মোবাইল কোর্ট, স্থান: মনিরামপুর উপজেলা, যশোর, জরিমানা: ৫২,০০০/-
বিস্তারিত

বিএসটিআই, খুলনা*

**মোবাইল কোর্ট**

স্থানঃ মনিরামপুর, যশোর।

 জরিমানাঃ ৫২,০০০/-

 ( পন্যের মান নিয়ন্ত্রন)


অদ্য ২৩.০১.২০২৪  খ্রিস্টাব্দ তারিখে বিএসটিআই বিভাগীয় অফিস খুলনা এবং মনিরামপুর উপজেলা প্রশাসন এর সমন্বয়ে মনিরামপুর উপজেলায়  একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়।

উক্ত মোবাইল কোর্ট এ ভাগ্যকুল মিষ্টান্ন ভাণ্ডার, সাতক্ষীরা ঘোষ ডেয়ারি ও দাদা ভাই হোটেল এন্ড রেস্টুরেন্ট নামীয়  ফার্মেন্টেড মিল্ক (দই) উৎপাদনকারী প্রতিটি  প্রতিষ্ঠানকে বিএসটিআই আইন - ২০১৮  এর ৩০ ধারা অনুযায়ী  ১০,০০০/ -  টাকা করে মোট ৩০,০০০/- টাকা জরিমানা করা হয়। 

এছাড়া আরও ০৭ (সাত) টি ফার্মেন্টেড মিল্ক (দই) উৎপাদনকারী প্রতিষ্ঠানকে  ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ অনুযায়ী  ২২,০০০/ -  টাকা জরিমানা করা হয়।

 বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট  জনাব মোঃ আলী হাসান, সহকারী কমিশনার (ভূমি ) এর নেতৃত্বে উক্ত মোবাইল কোর্ট পরিচালিত হয়। বিএসটিআই বিভাগীয় অফিস খুলনার  কর্মকর্তা প্রকৌঃ মাহমুদুল হাসান রানা ,  ফিল্ড অফিসার ( সিএম) উক্ত মোবাইল কোর্ট এ প্রসিকিউটর হিসেবে  দায়িত্ব পালন  করেন । জনস্বার্থে বিএসটিআই খুলনার এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।

ছবি
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
23/01/2024
আর্কাইভ তারিখ
01/01/2026