Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
তারিখঃ ১৭/০১/২৪ খ্রিঃ, মোবাইল কোর্ট, স্থান: সদর উপজেলা, কুষ্টিয়া, জরিমানা: ৫,৫০০/-
বিস্তারিত

*বিএসটিআই  বিভাগীয় অফিস, খুলনা*

   মোবাইল কোর্ট 

(ওজন ও পরিমাপ  যাচাই)


অদ্য  ১৭.০১.২০২৪ খ্রিস্টাব্দ তারিখে  যশোর জেলা সদরের রেল বাজার এলাকায়   মোবাইল কোর্ট  পরিচালনা করা হয়। ওজন ও পরিমাপ মানদণ্ড আইন,২০১৮ এর  ৩২(১) ধারা লঙ্ঘনের দায়ে ( ওজন যন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকায়) ৪৮ ধারা অনুযায়ী   রোকন স্টোরকে ৫০০/-,  বিস্কুট, কেক ও পাউরুটি পন্যের মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় একই আইনের ৪১ ধারা অনুযায়ী যশোর মধুবন বেকারী কে, ৫০০০/- জরিমানা করা হয়। । উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন যশোর  জেলা প্রশাসনের  বিজ্ঞ  নির্বাহী ম্যাজিস্ট্রেট  জনাব ইউসুফ মিঞা ও জনাব নুসরাত ইয়াসমিন  এবং  প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা  জনাব আলী হাসান , পরিদর্শক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন।

ছবি
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
17/01/2024
আর্কাইভ তারিখ
01/01/2026